টেকনাফে ইয়াবা আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিদ্দিক সিন্ডিকেট

রশিদা

কক্সবাজার : ইয়াবা আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে বাঁচাতে সরকারের জন্য বড় এখন চ্যালেঞ্জ। ইয়াবার উৎস ভূমি টেকনাফে সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি, পুলিশ, কোস্ট গার্ডের পাশাপাশি নতুন করে র‍্যাবের ৫টি ক্যাম্প স্থাপন করেও ইয়াবা গডফাদারদের লাগাম ধরা যাচ্ছে না। আইনশৃংখলা বাহিনীর অভিযানের সাথে পাল্লা দিয়ে আলোচিত ছিদ্দিক সিন্ডিকেট ইয়াবা ব্যবসার নতুন নতুন ধরন ও কৌশল অবলম্বন করছে। ছিদ্দিক সিন্ডিকেট প্রশাসনকে ব্ল্যাকমেইল করতে কখনো বিশ্ববিদ্যালয় ছাত্র, কখনো সশস্ত্র বাহিনীর ঠিকাদার, স্থানীয় রাজনৈতিক নেতা এমনকি প্রজাতন্ত্রের লগু ব্যবহার করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়ে সর্ব প্রথম দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

ইয়াবা আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন
অনুসন্ধানে পাওয়া তথ্য মতে, ইয়াবা ডন ছিদ্দিক স্ত্রী ইয়াবা কুইন রশিদা পুত্র ফরিদ আলম ও রবিউল সিদ্দিকের শ্যালক হামজালা ও বাহাদুর, সিদ্দিকের ভাই ছৈয়দ আলম, ভাইপো জসিম ও শফিক এরা সবাই ইয়াবা ব্যবসায়ী। এরাই মূলত সিদ্দিকের ইয়াব আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কিছু হত্যা, এসিড সন্ত্রাসসহ ইয়াবা মামলার তথ্য জানিয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। বিভিন্ন সময়ে এরা আইনের আওতায় এসেছে। মোটা অংকের টাকায় আইনের ফাঁক গলে বেরিয়ে আবারো নিয়মিত ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরছে। টেকনাফ থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া বলেছেন, আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে বেগ পেতে হচ্ছে।

ছিদ্দিক

কে এই ছিদ্দিক :
সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নজিরের পুত্র ছিদ্দিক আহমদ উরফে ব্ল্যাক ছিদ্দিক।একসময় টেকনাফ-নারায়নগঞ্জ নৌ রুটে লবনের চালান পৌছিয়ে দেওয়া ছিলো তার কাজ। সে ফাঁকে চোরাচালান ব্যবসায় জড়িয়ে পড়লে ট্রলার মালিক পক্ষ ছিদ্দিক উরফে ব্ল্যাক ছিদ্দিক কে চাকুরীচ্যুত করে।এর পর থেকে রেন্ট -কার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরে। গত ২০১৫সালে ১৪ সেপ্টেম্বর নাজির পাড়া এলাকায় আধিপত্য বিস্তারসহ একটি জমি সংক্রান্ত ঘটনায় প্রতিবেশী আজিজুল হক মার্কিনকে হত্যা করে পালিয়ে স্বপরিবারে ঢাকায় আস্তানা গাড়ে। সেখানে বসেই ঢাকার বিভিন্ন সিন্ডিকেটের সাথে ইয়াবা ব্যবসা শুরু করে। ইতিপূর্বে ইয়াবাসহ গ্রেফতার ঘটনায় ঢাকা শাহবাগ থানা মামলা নাম্বার ১৮/জিঅার ৪৬৪/১৬, রামু থানা মামলা নং ২১/জিঅার ৭৫/১৭, সিএমপি কর্ণফুলী থানা ইয়াবা মামলা নাম্বার ৪০/জিঅার ১৪৬/১৮, টেকনাফ থানা হত্যা মামলা নং ৩৫/জিঅার ৫৯১/১৫. চট্টগ্রাম লোহাগাড়া থানা জিআর মামলা নং ১৩/১৭,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১৩হাজার ইয়াবা আটক মামলা নং জিআর ২৮/১৩২ রয়েছে।

ইয়াবা কুইন রশিদা
হামজালাল ও বাহাদুরের বড়বোন ইয়াবা ডন ছিদ্দিকের স্ত্রী ইয়াবা কুইন রশিদা। সে ২০১৬ সালে ইয়াবা সহ গ্রেফতার হয়েছিলো।ঢাকা মুগ্ধা থানা মামলা নং ২৮/জিঅার ১৩২/১৬, ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইয়াবা মামলা নং ৩৭/জিঅার ৩১৬/১৭,টেকনাফ থানা হত্যা মামলা নং ৩৫/জিঅার ৫৯১/১৫।

ফরিদ

ইয়াবা ডন ফরিদ
ফরিদ আলম তালিকা ভূক্ত এক জন শীর্ষ মাদক ব্যবসায়ী। ৪/৫ বছর আগেও চাঁদের গাড়ীর ড্রাইভার ছিলো। সেই ফাঁকে গাড়ীতে টেকনাফ থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ইয়াবার চালান পার্সেন্টিস হিসেবে পৌছিয়ে দিয়ে কোটি টাকার মালিক বনে গেছেন। লোভ সামলাতে না পেরে নিজেই এই ভয়ংকর মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন। ২০১৬ সালে তার মা রশিদাসহ ঢাকা থেকে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মুগ্ধা থানা মামলা নং ২৮/জিঅার ১৩২/২০১৬, ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা মামলা নং ৩৭/জিঅার ৩১৬/১৭, সিএমপি কর্ণফুলী থানা মামলা নং ৪০/জিঅার ১৪৬/১৮, টেকনাফ থানা হত্যা মামলা নং ৩৫/জিঅার ৫৯১/১৫, টেকনাফ থানা মামলা নং ২৩/জিঅার ২৪৯/১৫, টেকনাফ থানা মামলা নং ৩৫/জিঅার ৭৫৪/১৪, উখিয়া থানা মামলা নং ১৩/জিঅার ১২১/১৬, ২০১৪ সালে আলম মেম্বারকে হামলার ঘটনায় টেকনাফ থানা মামলা নং ৩৫/৭৫৪, রড সিমেন্ট ব্যবসায়ী হেলাল উদ্দীনকে ২০১৫ সালে হামলার ঘটনায় টেকনাফ থানা মামলা নং ২৩/২৪৯, রফিক নামক যুবককে ছুরিকাঘাত করার ঘটনায় টেকনাফ থানা মামলা হত্যা চেষ্টা মামলা নং ২৫/৪৩১,ডেইলপাড়া এলাকায় বসত বাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা নং ২১/১৪৯। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক ২০১৭ সালে এপ্রিল মাসে ১৩হাজার ইয়াবাসহ আটক মামলা নং জিআর ২৮/১৩২।

রবিউল

ছদ্মবেশী রবিউল
ছিদ্দিকের পুত্র রবিউল (২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া গরীব ছাত্র -ছাত্রীদের টাকার লোভে ফেলে ইয়াবা আসক্ত সহ ইয়াবা পাচার কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৭ সালে রামু এলাকায় পাজেরো গাড়িতে শিক্ষা উপ-সচিবের নাম ব্যবহার করে ইয়াবা পাচারের সময় গোয়েন্দা পুলিশ ৬হাজার ইয়াবা সহ গাড়িটি জব্দ করে। এসময় কৌশলে রবিউল সটকে পরলেও পালাতে পারেনি কুলাল পাড়া এলাকার তুহিন নামক এক যুবক। সে আদালতে ১৬৪ ধারা জবান বন্দিতে ইয়াবা গুলো রবিউলের বলে স্বীকার করেছে। এসংক্রান্ত একটি মামলাও হয়ে তার বিরুদ্ধে। রামু থানার ইয়াবা মামলা নং ২১/জিঅার ৭৫/১৭, তার বিরুদ্ধে আরো কিছু মামলার সন্ধান পাওয়া গেছে।ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইয়াবা মামলা নং ৩৭/জিঅার ৩১৬/১৭, সরকারি স্টিকার লাগানো গাড়িতে ৫০হাজার ইয়াবাসহ আটক মামলা সিএমপি কর্ণফুলী থানা মামলা নম্বর ৪০/জিঅার ১৪৬/১৮, উখিয়া থানা ইয়াবা মামলা নম্বর ১৩/জিঅার ১২১/১৬, টেকনাফ থানা মামলা নাম্বার ২৫/জিঅার ৪০১/১৩।

অপরদিকে আইন শৃংক্ষলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। সে আত্মগোপনে থাকায় তার কাছে এবিষয়ে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ছৈয়দ আলম

ছৈয়দ আলম
ছিদ্দিকের ভাইয়ের ছেলে ছৈয়দ আলম (৩০) স্থানীয় ভাবে ডিপফ্রজ হিসেবে পরিচিত। পায়ু পথে ছিদ্দিকের ইয়াবা পাচার করে বিভিন্ন সময় আইন প্র‍য়োগকারী সংস্থার হাতে আটক হয়ে নগদ টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সর্বশেষ চট্টগ্রামের লোহাগাড়া থানায় ছিদ্দিকের ২০হাজার ইয়াবাসহ অাটক মামলার পলাতক অাসামী হিসেবে তথ্য পাওয়া গেছে। মামলা নং জিআর১৩/১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ২০১৭ সালের এপ্রিলে ১৩হাজার ইয়াবাসহ আটক হয়েছিলেন। সেসময় ইয়াবা গুলো সিদ্দিক, ফরিদ আলম, বাহাদুর ও রশিদার বলে স্বীকার করেছে। যার মামলা নং জিআর ২৮/১৩২।

হামজালাল

হামজালাল
ছিদ্দিকের শ্যালক হাবির পাড়া এলাকার খলিলের পুত্র হামজালাল(৪৫) একজন সাবেক ইউপি সদস্য। স্থানীয় সূত্র জানিয়েছে, বিগত সময়ে পৌরসভার ডেইল পাড়া এলাকার একটি নারী ঘটিত বিষয়ে বিদেশ পালিয়ে ছিলো দীর্ঘ দিন। ফিরে এসে রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে তার ছত্রছায়ায় পারিবারিক সিন্ডিকেটটি সরাসরি ইয়াবা ও মানব পাচারে জড়িয়ে পরলেও হামজালাল ছিলো খুবই ধূর্ত। কখনো জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, আবার সশস্ত্রবাহিনীর সাবঠিকার পরিচয়ে প্রশাসনকে বিভ্রান্ত করে কৌশলে পার পেয়েছে। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী দুই হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া থানার চুনতি পুলিশ ফাঁড়ি তাকে আটক করে।তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, মানব পাচারসহ বেশ কিছু মামলার ভয়ংকর তথ্য উঠে এসেছে, চট্টগ্রাম লোহাগাড়া থানা মামলা নং ১৬/জিঅার ৫৪/১৬,ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা মামলা নং ৩৭/জিঅার ৩১৬/১৭, টেকনাফ থানা মামলা নং ৩৫/জিঅার ৫৯১/১৫, টেকনাফ থানা মামলা নং ৩৭/জিঅার ২২৪/০৮, টেকনাফ থানা এসিড মামলা নং ১৪/জিঅার ১২৮/০৫, টেকনাফ থানা মামলা নং ১১/জিঅার ৫৬/০৫।

ইউছুপ জালাল উরফে বাহাদুর

ইউছুপ জালাল উরফে বাহাদুর
খলিলের পুত্র হামজালালের সহোদর ইউছুপ জালাল বাহাদুর(৩০) স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।একসময় মোটর গাড়ীর ড্রাইভার থেকে অঢেল টাকা সম্পত্তির মালিক বনে গেছে রাতারাতি।দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে সম্পত্তির পাহাড় রয়েছে বলে জানা গেছে।বিভিন্ন সূত্রে জানা গেছে,বাবা হাজী খলিল ড্রাইভারের নামে তার মালিকানা কয়েকটি ট্রাক,ডাম্পার,নোহা ও কার গাড়ী রয়েছে।তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য কারনে রয়ে গেছে অধরা। সূত্রে জানা গেছে,গত ২০১১ সালের দিকে একটি ইয়াবার চালান গায়েব হওয়াকে কেন্দ্র করে ট্রাক ড্রাইভার আবুল আলমকে টেকনাফ বীচ এলাকায় প্রকাশ্যে হত্যা করে।এসংক্রান্ত বিষয়ে নিহতের স্বজনরা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলো যার টেকনাফ থানা মামলা নং জিআর ৩৪, একই ভাবে আরো একটি ইয়াবা সংক্রান্ত বিষয়ে ডেইল পাড়া এলাকার আব্দুশুক্কুরকে হত্যা মামলা নং টেকনাফ থানা ৩৯/৫৬৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ২০১৭ সালের এপ্রিলে ১৩হাজার ইয়াবা আটক মামলায় তাকে পলাতক আসামী করা তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র, যার জিআর নং ২৮/১৩২।

জসিম

জসিম
ছিদ্দিকের ভাইয়ের ছেলে জসিম রবিউলের অন্যতম সহযোগী। ছদ্মবেশে রবিউলের ইয়াবার চালান পৌঁছে দেয়াই রবিউলের কাজ। চলতি বছরে পাজেরো গাড়ীতে সরকারী লগো ব্যবহার করে মাদক পাচারের সময় নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছিলো। এবিষয়ে সিএমপির কর্ণফুলী থানার মামলা নম্বর-৪০, জিআর-১৪৬/ তারিখ- ২৫ মার্চ ২০১৮। সরকারি স্টিকার লাগানো ধৃত আসামি ছিদ্দিকের ভাতিজা রবিউলের চাচাতো ভাই জসিমের জবানবন্দিতে ইয়াবার মালিক রবিউল ৩ নম্বর আসামি। উখিয়া থানার মামলা নাম্বার-১৩, জিআর-১২১/ তারিখ- ১৯ জুন ২০১৬। টেকনাফ থানার মামলা নম্বর-২৫, জিআর-৪০১/ তারিখ- ১৪ আগষ্ট ২০১৩।

শফিক আলম
ছিদ্দিকের ভাই জালাল আহমদের পুত্র শফিক(১৬) সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ইয়াবার চালান আমাদানী সময় একাধিকবার বিজিবির হাতে আটক হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। টেকনাফ থানার জিঅার মামলা নং ৪৯৯/১৫, কিছু দিন পর জেল থেকে জামিনে এসে অাবারও ইয়াবা পাচারের সময় গত ৫সেপ্টেম্বর ১৫ হাজার ইয়াবা সহ বিজিবি হাতে আটক হয়ে বর্তমান কারাগারে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রটি এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো বেশ কিছু মামলা থাকতে পারে বলে জানিয়েছে। দেশের কয়েকটি বৃহৎ শক্তিশালী ইয়াবা সিন্ডিকেটের মধ্যে এটি একটি হতে পারে বলে স্থানীয়দের ধারনা।এদের গ্রেফতার করা গেলে দেশ ব্যাপী ঘাপটি মেরে থাকা ইয়াবা সিন্ডিকেট গুলোর ব্যাপারে অজানা তথ্য বেড়িয়ে আসতে পারে।তাই রাষ্ট্রের স্বার্থে এদের আইনের আওতায় আনা না গেলে ইয়াবা নির্মূলে সরকারে অবস্থান সফলতার মূখ দেখবেনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।