
চট্টগ্রাম : বর্তমান সরকারের অধীনে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেছেন, যে শিক্ষার প্রসারে যুগে যুগে বহু ছাত্রআন্দোলন গড়ে উঠেছিলো এবং যে শিক্ষার মান রক্ষায় অনেক ছাত্রের আত্মত্যাগ আজ বর্তমান সরকারের কাছে নিতান্তই মূল্যহীন। শিক্ষাকে তারা পণ্যতে রূপান্তরিত করেছে। আজকে বাংলাদেশের সর্বত্রই অভিভাবক থেকে শুরু করে সুশীল সমাজ সকলেই বর্তমান শিক্ষার মান নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন, যা একটি জাতি ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর কাজীর দেউরীস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে জাতীয় শিক্ষা দিবস ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১৯৬২ সালের এ দিনে সাধারণ শিক্ষার্থীরা যে স্বপ্ন চোখে নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত “জাতীয় শিক্ষা দিবস” আজ কেবলমাত্র নামে রয়ে গেছে। এ দিবসকে কেন্দ্র করে সরকারীভাবে কোন কার্যক্রম আমরা দেখতে পাই না, যা অত্যন্ত দু:খজনক। বর্তমান প্রজন্মকে অবশ্যই জাতীয় শিক্ষা দিবসের ঘটনাপ্রবাহ ও ইতিহাস জানতে হবে। তবেই এ দিবসের তাৎপর্য আমাদের বুঝে আসবে। শিক্ষাঙ্গনে আজ শিক্ষা নেই, আছে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজীসহ নানা অপকর্ম। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা সালাহ উদ্দিন আলী, মো. ওয়াসিম, সামিয়াত আমিন জিসান, এস এম রুম্মান আজফার, সৌরভ প্রিয় পাল, মো. হানিফ, কুতুব উদ্দিন নয়ন, এন মোহাম্মদ রিমন, মাহমুমুদর রহমান বাবু, শাহাদাত হোসেন নাবিল, আরশে আযিম আরিফ প্রমুখ।