চট্টগ্রামে শাহ আমানতে আবারো ‘স্বর্ণমানব’ আটক

চট্টগ্রাম : শুল্ক গোয়েন্দা চট্টগ্রামে শাহ আমানতে দুবাই থেকে আগত ফ্লাইদুবাইর ফ্লাইটের যাত্রীর শরীরের বিশেষ স্থানে লুকানো ৬টি স্বর্ণেবারসহ একজনকে আটক করেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে জামাল নামে এই স্বর্ণমানব’ আটক করা হয়। স্বর্ণমানবের পিতার নাম নুরুল আমিন সিকদার, বয়স ৪৭, বাড়ি রাউজান, চট্টগ্রাম।

তিনি ঋত৫৮৯ যোগে দুবাই হতে চট্টগ্রামে আসেন সকাল ১০.৪০ ঘটিকায়। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্কগোয়েন্দা দল এই স্বর্ণমানবকে শনাক্ত করে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসার পর তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।

যাত্রীকে আর্চওয়ে দিয়ে হাটিয়ে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দার দল। মেটাল ডিটেক্টরেও পেটে স্বর্ণ থাকা সিগনাল পাওয়া যায়।
প্রথমে স্বীকার না করায় পূর্বের কৌশল অবলম্বন করে তলপেট কেটে স্বর্ণ বের করে আনার কথা বললে তিনি স্বর্ণের কথা স্বীকার করেন।
পরে তাকে লুঙ্গি ও ঝুড়ি দেয়া হয়। তিনি টয়লেটে গিয়ে এক এক করে ৬টি স্বর্ণের বার প্রসব করেন। এই স্বর্ণ দুটো করে ৩টা পোটলায় রেক্টামে লুকানো ছিল।
দশ তোলা করে প্রতিটি বারে মোট ৭০২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটক স্বর্ণের মূল্য ৩০ লক্ষ টাকা। স্বর্ণমানবকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
গতকালও শাহ আমানতে শুল্ক গোয়েন্দা একই প্রক্রিয়া আরেক যাত্রীর রেক্টাম থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। তার নাম মো. শাহাদাত হোসেন।

শেয়ার করুন