বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমন্বয় পরিষদের দেড় শতাধিক নেতা-কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্ববর) বিকালে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে দেড় শতাধিক আইজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। ১৪ সেপ্টেম্ববর সকালে
গোপালগঞ্জ পৌঁছার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতৃবৃন্দ যে যার ধর্মীয় রীতি অনুযায়ী জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা করেন। বাদে জুমা নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এড. মো. ফেরদৌস।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক বার কাউন্সিল সদস্য এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জেলা পিপি, সাবেক
সভাপতি যথাক্রমে এড. আ.ক.ম সিরাজুল ইসলাম চৌধুরী, এড. মুজিবুল হক, এড. রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. আবু মো. হাশেম, এড. হুমায়ুন আকতার মোস্তাক, এড. আবদুর
রশিদ, সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. মো. ইয়াছিন খোকন, সিনিয়র আইনজীবী যথাক্রমে এড. মজিবুর রহমান চৌধুরী, এড. কামরুন নাহার, এড. ছৈয়দ মোক্তার আহমদ, এড. এমএ নাছের চৌধুরী,
এড. মোস্তাফিজুর রহমান, এড. ছুরত জামাল, এড. জাহাঙ্গীর আলম, এড. তুষার সিংহ হাজারী, এড. বিধান কুমার বিশ্বাস, এড. তাজুল ইসলাম, এড. অনুপম চক্রবর্তী, এড. নাছির উদ্দিন, এড. মো. দেলোয়ার হোসেন, এড. তছলিম উদ্দিন, এড. চন্দন তালুকদার, এড. স্বাগত চৌধুরী বিধান, এড. নোমান চৌধুরী, এড. মো. রাশেদুল আলম, এড. সেলিনা আকতার, এড. ইয়াছিন মাহমুদ তানজিলসহ দেড় শতাধিক আইনজীবী।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশ প্রেমের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আমরা আমাদের যার যার অবস্থান থেকে করে যাব। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সে পথের কর্মী হিসেবে আমরা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থীকে পূণরায় ভোট দিয়ে জয়লাভ করার অঙ্গীকারাবদ্ধ। এ জন্য সবাইকে সকল প্রকার ভেদাভেদ ভূলে গিয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

আইজীবী সমন্বয় পরিষদের এ সফরকে সফল করার জন্য আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে আহবায়ক, সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. ইয়াছিন খোকনকে সদস্য সচিব ও সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. ছুরত জামাল, এড. মো. রাশেদুল আলম, এড. সেলিনা আকতার, এড. ইয়াছিন মাহমুদ তানজিলকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন