তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী শিল্পকলায়

.

চট্টগ্রাম : আভিজাত্য ও নান্দনিক সৌন্দর্যের শৈল্পিক রূপ বনসাই। বাংলাদেশ বনসাই ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী তৃতীয় বনসাই প্রদর্শনী অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমিতে। আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে প্রদর্শনী।

আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন। ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বনসাই ক্লাব সভাপতি এম জি কিবরিয়া বলেন, “আভিজাত্য ও নান্দনিক সৌন্দর্যের শৈল্পিক রূপ বনসাই। হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় বৃক্ষগুলোকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া ও পরিচিত করে গড়ে তোলার লক্ষ্যই হচ্ছে এই বনসাই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।”

শেয়ার করুন