বাবুলকে গ্রেফতার করার মতো প্রমাণ পাইনি: আইজিপি

একেএম শহীদুল হক (ফাইল ছবি)

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন, স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত‌্যাকাণ্ডে সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাবুল আক্তারকে গ্রেপ্তারের মতো আমরা কোনো প্রমাণ পাইনি। যদি কোনো এভিডেন্স পাওয়া যায় অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।”

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার। গত বছর ৫ জুন সকালে তাঁর স্ত্রী মাহমুদা আক্তার মিতু খুন হয়েছিলেন। পদোন্নতি পেয়ে ঢাকা যাওয়ার কয়েকদিনের মধ‌্যে সন্ত্রাসী হামলায় নিহত হন মিতু।

এই হত‌্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবে বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার ওরফে মুছাসহ কয়েকজন গ্রেপ্তার ও দুইজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তবে আট মাসেও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বলতে পারেনি পুলিশ।

দুই বছর আগে ঝিনাইদহে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত এসআই আকরাম হোসেনকে বাবুল আক্তারের পরিকল্পনায় খুন করা হয় বলে সম্প্রতি অভিযোগ তুলেছে তার পরিবার।

এ বিষয়ে প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, “এসআই আকরামের বিষয়টি নিয়ে আমরা সরাসরি অভিযোগ পাইনি। মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি।

“এটা তদন্তের বিষয়। তদন্তে বোঝা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। যদি প্রমাণ পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রধান।

শেয়ার করুন