সুনামগঞ্জে ৩ পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক

সুনামগঞ্জে ৩ পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ : জেলার তাহিরপুর উপজেলায় পর্নোগ্রাফি(ব্লু ফিল্ম) ব্যবসার সাথে জড়িত থাকায় তিন জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের রনজিত সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার(২৮), একেই গ্রামের নচীন তালুকদারের ছেলে মধাব তালুকদার(২১) ও রতনশ্রী গ্রামের হেদায়েতুল আখঞ্জির ছেলে উজ্জল আখঞ্জি(২৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার সময় তাহিরপুর থানার এস আই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে তাহিরপুর সদর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি(ব্লু ফিল্ম) কম্পিউটারসহ ৩টি মনিটর, ৩টি সিপিইউ, ৪টি হার্ডডিক্সসহ বাজারের পৃথক পৃথক দোকান থেকে ৩জনকে আটক করে।

আটককৃতরা গান, ছবির আড়ালে যুব সমাজের মাঝে পর্নোগ্রাফি (ব্লু ফিল্ম) ছবি ডাউনলোড করে ব্যবসা করছিল
বলে অভিযোগ রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নন্দন কান্তি ধর জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি (ব্লু ফিল্ম) আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ পাঠানো হবে। যুব সমাজকে রক্ষার পুলিশ সুপারের নির্দেশে উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। তিনি বলেন, এ বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।