শুটার গানসহ ২জন আটক চট্টগ্রামে

শুটার গানসহ ২জন আটক চট্টগ্রামে

চট্টগ্রাম : নগরীর হালিশহরে গ্রিনভিউ আবাসিক এলাকার জয়নালের ভাড়া বাসা সুফিয়া ক্যামিকেল এর বিল্ডিং ২য় তলা থেকে শুটার গানসহ ২জনকে আটক করে পুলিশ। এসময় আরো ৩-৪জন পালিয়ে যায়।

শুক্রবার (২১ সেটম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার ওসি সুদীপ কুমার দাশ এর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

আটকরা হলেন, পাহারতলী থানার গ্রীণভিউ আবাসিক এলাকার মো. আশ্রাফ এর ছেলে মোঃ রাব্বী (২৩)। একই এলাকার ৪নং রোডের জয়নালের ভাড়াটিয়া। অপরজন রাউজান পথের হাট এলাকার নোয়াপাড়ার বাসিন্দা মো. মঈন উদ্দিনের ছেলে মোঃ রায়হান প্রকাশ ছোট রায়হান (২৫)। রায়হান বর্তমানে গ্রীনভিউ আ/এ, ৪নং রোড, সুফিয়া ক্যামিকেল বিল্ডিং এর ২য় তলা বসবাস করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের আরো তিন চারজন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, পাহাড়তলী থানার গ্রীনভিউ আবাসিক এলাকার ৩নং রোডের শেষপ্রান্তে শামসুল আলমের পরিত্যক্ত টিন শেড ভাঙ্গা ঘরের সামনে চলাচলের রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী সিঙ্গেল শুটার গান (সক্রিয়), ১টি দেশীয় তৈরী এলজি (সক্রিয়), ৩ রাউন্ড ১২ বোর তাজা কার্তুজ, ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। অস্ত্র আইনের তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন