সাংবাদিক সোহেলের ফার্মেসী থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি

সাংবাদিক সোহেলের ফার্মেসী থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি

নাইক্ষ্যংছড়ি : জেলার কর্মরত সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময় মিডিয়া গ্রুপ ও সিপ্লাস টেলিভিশনের প্রতিনিধি এবং দৈনিক সাগর দেশের সিনিয়র রিপোর্টার আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলের ফার্মেসী মেসার্স মায়েশ মনি মেডিকেল থেকে একটি মুল্যবান ল্যাপটপ ও একটি সামসং মোবাইল চুরি হয়েছে।

শনিবার (২২ সেপ্টম্বর) দুপুর ১ টায় রামুর গর্জনিয়া বাজার মসজিদ মার্কেটে তার ব্যবসা প্রতিষ্টানে দিন দুপুরে এই চুরি সংঘটিত হয়। সাংবাদিক সোহেল জানান, দুপুর ১টায় জুহুরের নামাজ আদায় করতে সে মসজিদে গেলে, তার অনুপস্থিতি টের পেরে ২ জন চোর পরিকল্পিত ভাবে তার ফার্মেসীতে ডুকে ভিতরের চেম্বার থেকে একটি ল্যাপটপ (ডেল) আর একটি সামসং মোবাইল সেট নিয়ে ফ্লিম স্টাইলে পালিয়ে যায়। এই ঘটনায় রামু থানার অফিসার ইনচার্জ মনসুর আলমের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই মনজুর ইলাহীর সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ওই চুরির ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। পুলিশের উজ্জল নজির স্থাপনকারী মনজুর ইলাহী জানান, যে ভাবে হউক অপরাধিকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে তিনি এলাকাবাসীকে পেইজ বুকে ভিডিও ফুটেজ ওই দেখে দু চোরদের চিহ্নিন্ত করে পুলিশ খবর দেওয়ার অনুরোধ জানান। তথ্যদান কারীর নাম ঠিকানা গোপন রেখে উপযোক্ত পুরুস্কার দেওয়া হবে বলও জানানো হয়। মোবাইল নং ০১৮৪৯৮৩৮৪১২ এবং ০১৮১৪৪৪৬৩৯৭