গরম পানির পাইপ ফেটে ইউক্রেন নাগরিকের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম : ‘এমবি কেমিলা’ নামের কন্টেইনারবাহী জাহাজে গরম পানির পাইপ ফেটে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম বারসেল কায়েস (৬০)। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুর্ঘটনা ঘটে।

বারসেল কায়েস ইউক্রেনের নাগরিক এবং জাহাজে ইঞ্জিন রুমে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, বন্দরের বহির্নোঙ্গরে সি এ্যাংকরেজে এমভি কেমিলা জাহাজে বয়লার পাইপ ফেটে ইউক্রেনের নাগরিক বারসেল কায়েসের শরীর ঝলসে যায়। পরে স্থানীয় শিপিং এজেন্টে জিবিএক্স’র লোকজন মুমূর্ষু অবস্থায় বিকেল সাড়ে ৪টায় চমেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন