মানসম্মত শিক্ষা বিষয়ক কর্মশালা হাটহাজারী মির্জাপুরে

মানসম্মত শিক্ষা বিষয়ক কর্মশালা হাটহাজারী মির্জাপুরে

চট্টগ্রাম : হাটহাজারীতে মানসম্মত শিক্ষা বিষয়ক কর্মশালা সোমবার (২৪ সেপ্টেম্বর) মির্জাপুর ওবাইদুল্লাহ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ইউনিয়ন পরিষদ ও হাটহাজারী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শেখ মোহাম্মদ জাহেদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী এপির ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, বাংলাদেশ রির্পোটাস এসোসিয়েশনের (বি.আর.এ) চট্টগ্রাম জেলার সদস্য সচিব ও হাটহাজারী
প্রেশক্লাবের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, হাটহাজারী প্রেশক্লাবের সাংগঠনিক সম্পাদক, বি.আর.এ জেলা কমিটির সদস্য সাংবাদিক আসলাম পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সিবিএর মোঃ জামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সুকান্ত মানকিং, গুমানমর্দ্দন ইউনিয়নের প্রোগ্রাম
অফিসার আব্দুল হামিদ, এডুকেশন স্পেশালিস্ট ফয়সাল আজিজ, মোঃ সাব্বির আল-হারুন, মোঃ শওকত, সঞ্জয় চৌধুরী, সৌরভ দাশ ও স্থানীয় গণমান্য ব্যক্তির্বর্গ। অনুষ্ঠানে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।

এজন্য সরকারের সাথে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা মূলক সংগঠন ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।