সভাপতিসহ ১৭ শিবির কর্মী আটক

সভাপতিসহ ১৭জন শিবির কর্মী আটক

জাহাঙ্গীর আলম ভূইঁয়া (সুনামগঞ্জ) : সিলেট ও সুনামগঞ্জের সভাপতি সহ সুনামগঞ্জের ১১টি উপজেলা থেকে আসা বিভিন্ন স্থরের শিবিরের নেতাকর্মীসহ ১৭জনকে আটক করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ।

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকার ইসলামিক সেন্টারে নাশকতার পরিকল্পনা নিয়ে শিবির কর্মীদের গোপন বৈঠকের সময় সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদসহ ১৭জন শিবির কর্মীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা। এ সময় আটককৃতদের নিকট হতে ৩ বস্তা জিহাদী বই ও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টারে শিবিরের কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে ডিবি পুলিশের এস আই আমিনুল ইসলাম, এস আই রিপন চন্দ্র গোপ ও এএসআই মামুনের এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন সিলেট জেলার কানাইঘাট থানার বীরদল গ্রামের হারিছ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৩০), সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারন গ্রামের আব্দুল হকের পুত্র এটি এম আব্দুল তাহির প্রকাশিত আবু তাহের (২৮), দক্ষিণ কুরশি গ্রামের দুলাল মিয়ার পুত্র আবু তোহা (১৮), মানিকপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র বিল্লাল হোসেন (২২),জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র রুহুল আমিন (২১), দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের মৃত আলী উল্লাহর পুত্র আলিফ নূর (২০), দোয়ারাবাজার উপজেলার নতুন কৃষ্ণনগর গ্রামের মৃত জয়নুল্লাহর পুত্র নজির হোসেন (২০), কামারগাঁও গ্রামের মজির আলীর পুত্র ফাহিম আহমেদ (২০), ধর্মপাশা উপজেলার দেওলা গ্রামের আক্কাছ মিয়ার পুত্র গিয়াস মিয়া (২৩), দিরাই উপজেলার সুজানগর গ্রামের মৃত খাদিম উল্লাহর পুত্র আবুল হোসাইন (২৫), বড়কাপন গ্রামের মুজাহিদ মিয়ার পুত্র ইমন আহমদ(২০), জামালগঞ্জ উপজেলার মৌলিনগর গ্রামের আখলাকুল আম্বিয়ার পুত্র আশিক বিল্লাহ (২৩), সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র শরীফ মিয়া(২২), শাল্লা উপজেলার মাহমুদনগর গ্রামের কালা মিয়ার পুত্র মাহফুজুর রহমান (১৮), তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের আতাউর রহমানের পুত্র তাজুল ইসলাম (১৮), বিশ্বম্ভরপুর উপজেলার শীলডোয়ার গ্রামের তারা মিয়ার পুত্র ইয়াকুব আলী (২০) ও নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের জজ মিয়ার পুত্র হাবিবুর রহমান জুনেদ (২৮) প্রমুখ।

আটকের পর তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবির ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী।