উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কক্সবাজার : বেসরকারি সংস্থা শেড এর উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ ২৫ থেকে ৩০সেপ্টেম্বর ৬দিন ব্যাপী প্রশিক্ষণের তৃতীয় দিন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরীর একটি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প’ (সিভিক) এ প্রশিক্ষণে সহযোগিতা করছে।

তৃণমূল পর্যায়ে ঝরেপড়া বেকার যুব ফোরামের সদস্যদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য দক্ষতা উন্নয়নে সবজি চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেন চকরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক উল্লাহ। এছাড়া আরও বক্তব্য দেন, , চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, প্রকল্প কর্মকর্তা শওকত ওসমান, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জোবায়ের।