ইয়াবা বহনের সুবিধায় সড়কের স্প্রিড ব্রেকার উধাও, ঝুঁকিতে শিশু শিক্ষার্থী

ইয়াবা বহনের সুবিধায় সড়কের স্প্রিড ব্রেকার উধাও, ঝুঁকিতে শিশু শিক্ষার্থী

খাঁন মোহাম্মদ আইউব (কক্সবাজার) : মরণ নেশার বড়ি ইয়াবা বহনের সুবিধায় সড়ক থেকে স্প্রিড ব্রেকার তুলে নেয়া হয়েছে কৌশলে। এতে শতভাগ ঝুঁকিতে পরেছে কোমলতমি শিশু শিক্ষার্থী ছাড়া সব বয়সের সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। তারা বলছেন সরকার ঘোষিত নিয়ম তো মানছে নাই। বরং ইয়াবা বহনের সুবিধার্থে সড়ক থেকে স্প্রিড ব্রেকারগুলো তুলে নেয়া হয়ে।

উপজেলার সাবরাং ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ এলাকা সাবরাং কমিউনিটি সেন্টার। এই এলাকাটিকে ঘিরে সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার। এর উপর দিয়ে বয়ে যাওয়া শাহপরীরদ্বীপ পর্যন্ত সড়কটির পাশে রয়েছে সাবরাং কমিউনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামিক রিসার্স সেন্টার, তাছাড়া আশে পাশে এক কিলোমিটারের মধ্যে রয়েছে নূরানী কেজি সহ আরো কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব মিলিয়ে দেড় হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অধিকাংশ শিক্ষার্থী দশ বছরের কম বয়সী শিশু।

সরেজমিনে দেখা গেছে, পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন শিক্ষার্থীরা পায়ে হেটে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।এসড়কের চলাচলকারী যানবাহনগুলোর অধিকাংশ চালক কমবয়সী অদক্ষ ও বেপরোয়া। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সামনে স্প্রীড ব্রেকার না থাকার কারনে বেপরোয়া যান চলাচলের ভিতর দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ছুটির সময় জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা গেছে। যদিও সরকারী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতি রোধক ব্যবস্থা রাখার বিধান রয়েছে। বিগত সময়ে শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি, এমনটি অভিযোগ স্থানীয় অভিবাবকদের।

সাবরাং কমিউনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল অভিযোগ তুলেছেন, বিগত তিনবছর আগেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে স্প্রীড ব্রেকার ছিলো। সড়ক মেরামতের সময় সংশ্লিষ্টদের অনুরোধ করার পরেও স্প্রীড ব্রেকার গুলো উঠিয়ে নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ছাত্র জানান, এই সড়কে ইয়াবা বহন কারীদের অবাধ যাতায়াতের সুবিধার্থে কৌশলে স্প্রীড ব্রেকার গুলো উঠিয়ে নেয়া হয়েছে।

এবিষয়ে টেকনাফ উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আশিক রেজা জানান, বিষয়টি তিনি অবগত নন এবং খোঁজ নিয়ে যতো দ্রুত সম্ভব উক্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে স্প্রীড ব্রেকার তৈরীর ব্যবস্থা নেবেন।