চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি’র আলোকচিত্র প্রদর্শনী

চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি’র আলোকচিত্র প্রদর্শনী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় গোল চত্বর সংলগ্ন এলাকায় উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শারদ চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব তন্ময় সিনহা উপস্থিত ছিলেন।

চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি’র আলোকচিত্র প্রদর্শনী

এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের পাঠানো মোট ২ হাজার ৬০০ টি ছবি জমা পড়ে। সেখান জুরি বোর্ডের মাধ্যমে ৪৩ টি ছবি নির্বাচিত করা হয়। তন্মধ্যে ১২ টি ছবিকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় মোট প্রাইজমানি ছিল দুই লক্ষ টাকা। এদের মধ্যে প্রথম স্থান অধিকারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মাহমুদ প্রত্যয় এক লক্ষ টাকা জিতে নেন।

এছাড়া দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৭৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

শেয়ার করুন