কলেজিয়েট স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কলেজিয়েট স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চট্টগ্রাম : ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সাংসদ দিদারুল আলম এমপি। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলে আধুনিক মানের একাডেমিক ভবন পাবে শিক্ষার্থীরা।

রোববার (৩০ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফৌজদারহাট কলেজিয়েট স্কুল বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান এএফডব্লিউসি, পি এস সি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, অভিভাবক প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন।

কলেজিয়েট স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফৌজদারহাট কেএম হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাইসারুল আলম, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, এস এম গোলাম খালেক খালেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ খালেদ মেজবাহ উদ্দীন, সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দীন, ইউছুফ আলী লিটন, আবুল আব্বাস, সীতাকুন্ড মহিলা আওয়ামিলীগ, সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার বিউটি সীতাকুন্ড যুব মহিলা লীগ আহবায়ক জয়নব বিবি জলি, আওয়ামী লীগ নেতা, মুছা, মুস্তাকিম, শেখ সাইফুদ্দীন খালেদ, মোঃ আলা উদ্দীন, রসুল হক রকি, রনি প্রমুখ।

শেয়ার করুন