ওসি আলমগীর বললেন
আমাদের প্রথম কাজ ছিলো শিশুটিকে বাঁচানো

চমেক শিশু ওয়ার্ডের নিবির পরিচর্যা কেন্দ্রে শিশুটির খোজখবর নিচ্ছেন ওসি আলমগীর। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : কুড়িয়ে পাওয়া নবজাতকটি ভাল আছে। ওসি আলমগীরের তত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ হয়ে উঠছে শিশুটি। এর আগে সোমবার (২০ জানুয়ারি) নগরীর কর্ণেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ড্রেন থেকে মুমূর্ষ অবস্থায় এক নবজাতকে উদ্ধার করেন মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার  (২০ জানুয়ারি) রাতে কর্ণেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ড্রেনে এক নবজাতককে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক । পরে আকবর শাহ থানার ওসিকে ফোন করে বিষয়টি অবহিত করেন তারা।

ওসি আলমগীর তাৎক্ষনিকভাবে টহলরত পুলিশকে নবজাতক শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন । তিনি নিজেও ছুটে আসেন ঘটনাস্থলে। প্রথমে একে খান এলাকার আল আমিন হাসপাতাল পরে আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নাম্বার ওয়ার্ডে  ভর্তি করা হয়। ওই রাতে নিজে উপস্থিত থেকে শিশুটিকে নিবির পরিচর্যা কেন্দ্র (ইনকিউবেটর) এ চিকিৎসার ব্যবস্থা করেন পুলিশের ওই কর্মকর্তা।

গণমাধ্যমকে ওসি আলমগীর বলেন-‘সদ্য প্রসব হওয়া ফুটফুটে একটি শিশু ড্রেনের মধ্যে মৃত্যুর সাথে লড়ছিলো। শিশুটি কোথায় থেকে এসেছে, কে ফেলেছে, কেনো ফেলেছে-ততসব ভাবার সময় তখন ছিলো না । তখন মনে হয়েছিলো এই শিশুটিকে বাঁচাতে না পাড়লে হয়তো আমি নিজের কাছেই হেরে যাবো।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে আল্ট্রাসনোগ্রাফি করানোর জন্য লাইফ কেয়ার সেন্ট্রারে নাম লিখান ১৭ বছর বয়সী লিপি বেগম নামে এক নারী। সে সময় ঐ নারীর সাথে দুইজন পুরুষ ও একজন মহিলা ছিলেন।

কম্পিউটারে নাম রেজিস্ট্রেশনের পর আল্ট্রাসনোগ্রাফি করার জন্য তাকে লবিতে অপেক্ষা করতে বলেন, ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আল্ট্রাসনোগ্রাফির এসিস্ট্যান্ট।

এসময় লিপি বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে এ প্রবেশ করে। ধারনা করা হচ্ছে টয়লেটের ভেতরেই বাচ্চা প্রসব করে সেটিকে ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেন লিপি।

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, অনেক ডাকা ডাকির পর টয়লেট থেকে বেড়িয়ে লিপি কেগম জানান, তার রক্তপাত হচ্ছে। তাড়াতাড়ি তাকে আল্ট্রাসনোগ্রাফি রুমে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর লিপি আক্তারের পেটে কোনো বাচ্চা নেই বলে রিপোর্ট দেন বিশেষজ্ঞ চিকিৎসক এম কে পাশা।

ওসি আলমগীর জানান রাত নয় টার দিকে টহলরত পুলিশ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পাশের ড্রেন থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করার সময় কোনো এক ফাকে শিশুটির গর্ভধারিণীসহ পালিয়ে যায় সঙ্গে থাকা সঙ্গীরাও।

ওসি আলমগীর বলেন, আমাদের প্রথম কাজ ছিলো শিশুটিকে বাঁচানো। তাই আমরা করেছি। সৃষ্টি কর্তার অশেষ রহমতে শিশুটি এখন ভালো আছে।

ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে শিশু প্রসব করা এবং ভেন্টিলেটর দিয়ে শিশুটিকে বাইরে ড্রেনে ফেলে দেওয়া হলেও এর কিছুই জানেন না লাইফ কেয়ার ডায়াগনোস্টিক কাট্টলী শাখার ব্যবস্থাপনা পরিচালক সাইদুল মজিদ।

এ বিষয়ে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার পিপিএম জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনা ছাড়াও মানবিক দায়বদ্ধতা থেকে পুলিশ অনেক কাজ করে এটি তারই একটি উদাহরণ। আকবর শাহ থানার ওসি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটি নিয়েছেন।

শেয়ার করুন