দাম বাড়লো সব ধরনের গ্যাসের, মার্চ থেকে কার্যকর

দাম বাড়ানো হয়েছে সব ধরনের গ্যাসের। প্রথম দফায় বর্ধিত দাম কার্যকর হবে আগামি মার্চ থেকে। তখন একদফা বেড়ে এক চুলার মাসিক বিল হবে ৭৫০ টাকা। আর দুই চুলার বিল হবে ৮০০ টাকা। দ্বিতীয় দফায় কার্যকর হবে জুন থেকে। ওই সময় এক চুলা ৯০০ টাকা এবং দুই চুলা হবে ৯৫০ টাকা।

মার্চ এবং জুনে দুইবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা এলো একসঙ্গে। আবাসিক থেকে বাণিজ্যিক এবং যানবাহন-সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানান সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

এখন পর্যন্ত এক চুলার জন্য ৬০০ এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা বিল দিতে হয়।

নতুন নিয়ম অনুযায়ী গৃহস্থালিতে মিটারে যারা গ্যাসের বিল দেন, তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটারের জন্য নয় টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা করে দিতে হবে।

মনোয়ার ইসলাম জানান, আবাসিকের পাশাপাশি সব ধরনের গ্যাসের দামই বাড়বে। এ ক্ষেত্রে ১ মার্চ থেকে সিএনজির দাম প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা হবে। বিদ্যুৎ, সার শিল্প ও সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

২০১৫ সালের ১ অগাস্ট গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়িয়েছিল বিইআরসি।

গ্যাস বিতরণে সবকটি কোম্পানি লাভে থাকলেও বর্তমান এই দাম বৃদ্ধি মূলত বিদেশ থেকে আমদানি করা গ্যাসের দামের কারণে। বাংলাদেশে গ্যাসের মজুদ দ্রুত কমে আসছে এবং সরকার এলএনজি আমদানি করে চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে।

বর্তমানে প্রতি মিলিয়ন ঘনফুট তিতাস গ্যাসের (এমএমসিএফডি) বিক্রয়মূল্য হচ্ছে ২.৪ মার্কিন ডলার। কিন্তু আমদানি করা গ্যাসের দাম প্রায় ৯ ডলার। দুটি মিলিয়ে তখন ওই গ্যাসের দাম পড়বে প্রতি মিলিয়ন ঘনফুট ৪ থেকে ৫ ডলার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ অতিরিক্ত ২.৫ মার্কিন ডলারের দাম সমন্বয় করার জন্যই গ্যাসের দাম আরও বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আব্দুল আজিক খান, রহমান মুরশেদ, মাহামুদুল হক ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন