চট্টগ্রাম : সারাদশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ গুলোতে এমবিবিএস ১ম শিক্ষাবর্ষ (২০১৮ ও ২০১৯) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৫ অক্টোবর)। বোর্ড নির্দেশনা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। নিষিদ্ধ থাকছে মোবাইল ফোন, ইলেক্ট্রনিক্স ডিভাইস।
চট্টগ্রামের ৩ কেন্দ্রতে মোট চার হাজার ছয়শ তেষট্টি জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। তবে গতবারের তুলনায় এবার চট্টগ্রামে কন্দ্র এবং পরীক্ষার্থী দুটিই কমেছে। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৭৬ জন। আর কন্দ্র ছিল ৫টি। ২০১৬ সালে ৫ কেন্দ্রে সাত হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। সারাদেশে মোট ১৯ টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপ্রত্রে ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবার সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।
পরীক্ষার দিন হলে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকছে। পরীক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক বা কর্মকর্তাদের কেউই মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করতে পারবেনা। কেন্দ্রের অভ্যন্তরে যোগাযোগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঁচটি অ্যানালগ (স্মার্ট ফোন নয়) মোবাইল ফোন সরবরাহ করা হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
চট্রগ্রাম মেডিকেল প্রশাসন সূত্রে জানা গেছে, চমেকের অধীনে ৩টি কেন্দ্রের মধ্যে রয়েছে- চমেক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস ও চট্টগ্রাম কলেজ।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। ৩টি কেন্দ্রে মোট ৫৮টি হলে পরীক্ষা গ্রহণ করা হবে জানিয়ে চমেক অধ্যক্ষ বলেন, পরীক্ষা কেন্দ্র তদারকিতে প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও মন্ত্রণালয় কর্তৃক গঠিত পরিদর্শন টিমের সদস্যরা তদারকি করবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আছেনই স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়- চট্টগ্রামের চমেকের অধীনে ৩টি কেন্দ্র তদারকিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল খানের নেতৃত্বে একাধিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে।
এসব টিম চট্টগ্রামের ভেন্যুগুলোর ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম তদারকি করবে। এছাড়াও সারাদেশের ভর্তি পরীক্ষা তদারকিতে গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১৬ সদস্যের উচ্চ পর্যায়ের ওভার সাইট কমিটিও গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে ২০১৬ সাল থেকে উচ্চ পর্যায়ের এ ওভারসাইট কমিটি গঠন করে আসছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, দেশের সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি আসন রয়েছে। আর বেসরকারি ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে ৫ হাজার ৭৫১ জন।