নতুন ট্যাব আনছে স্যামসাং

স্পেনের বার্সেলোনায় ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন একটি ট্যাব অবমুক্ত করতে যাচ্ছে। ট্যাবটির মডেল এস৩। সম্প্রতি এই ট্যাবটির ছবি ও তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, দুইটি ভার্সনে ট্যাবটি পাওয়া যাবে। একটি ওয়াইফাই ভার্সন অন্যটি এলটিই ভার্সন। একটি মডেল এসএম-টি৮২০। অন্যটি এসএম-টি৮২৫। ট্যাবটির প্রত্যাশিত মূল্য ৬০৫ ডলার।

ট্যাব এস৩ এস২ এর চেয়ে খানিকটা পাতলা। এতে ফিজিক্যাল হোম বাটন থাকছে। ট্যাবটিতে স্টাইলাস এস পেন সমর্থন করবে।

স্যামসাংয়ের নতুন ট্যাবটিতে আছে ৯.৭ ইঞ্চির কিউএক্সজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২০৪৮x১৫৩৬ পিক্সেল।এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। র‌্যাম আছে ৪ জিবি।

ট্যাবটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ৩২ জিবির। অন্যটি ৬৪ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের। এই ট্যাবটি দিয়ে ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ট্যাবটি ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস কানেকটিভিটি রয়েছে।

শেয়ার করুন