আনোয়ারায় জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

আনোয়ারায় জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী।

চট্টগ্রাম : সারাদেশের ন্যায় আনোয়ারায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এর আগে ভিডিও কনফারেন্সে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
সাইদুজ্জামান চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মোট ৩৮টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী অতিথিদের নিয়ে এসব স্টল পরিদর্শন করেন।

এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।