গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : বিএনপি

ছবি সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী বলে দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, রাজস্ব ঘাটতি পূরণে সরকার এই সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিও জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসির বৈঠক শেষে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়।

মার্চ এবং জুনে দুইবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। প্রথম দফায় বর্ধিত দাম কার্যকর হবে মার্চ থেকে। দ্বিতীয় দফায় কার্যকর হচ্ছে জুন থেকে। আবাসিক থেকে বাণিজ্যিক এবং যানবাহন-সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বিইআরসি।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পরপরই সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানালেও বিএনপি এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেয়নি।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘মোটা বাজেটের ঘাটতি পূরণ এবং এল​পিজি আমদানি উসাহিত করতে এবং সরকার ঘনিষ্ঠ কিছু সংখ্যক ব্যবসায়ীকে অতিরিক্ত লাভ করিয়ে দিতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপিজির দাম বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমেনি। এখন দেশে এলপিজির দাম হওয়া উচিত ৪৫০টাকা।’

মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর ফলে বিদ্যুতেরও দাম বাড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। এই দাম বৃদ্ধির প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়বে। এর ফলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।’

শেয়ার করুন