মাটিরাঙ্গায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু

মাটিরাঙ্গায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন করছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে, বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পরে, প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
যোগ দেন (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সভায় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী,
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শামসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে “প্রতিমনন্ত্রী” কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বপ্ন, সম্ভাবনা, উত্তরণ আর উন্নয়নের আরেক নাম শেখ হাসিনা। যার হাত ধরেই দেশের প্রতিটি সেক্টরে অপ্রতিরোধ্য উন্নয়ন সাধিতে হয়েছে। আগামীতে এ
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা বর্তমানে দেশের আপামর জনতার প্রতীক মন্তব্য করে তিনি বলেন, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততোদিন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ারুল হক, কৃষি অফিসার মোঃ শাহ আলম মিয়া, মাটিরাঙ্গা পৌর
আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলী আকবর, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ছাড়াও প্রশাসনের বিভাগীয় প্রধান, রাজৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মেলায় বন বিভাগ, প্রকৌশল বিভাগ, কৃষি বিভাগ, হর্টিকালচার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, থানা পুলিশ
এবং উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তর তাদের পন্য ও গবেষনা এবং অর্জনসমূহ প্রদর্শন করছে।