রোববার ফাইনালে প্রতিপক্ষ নেপাল
ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে পাকিস্তান ও নেপালের বিপক্ষে দারুণ দুটি জয় পেয়েই সেমিফাইনালে ওঠে বাংলাদেশের‍ মেয়েরা। শেষ চারের প্রতিপক্ষ ভুটান বলেই আগে থেকেই কিছুটা নির্ভার ছিল লাল-সবুজের দল। শেষ পর্যন্ত সাফল্যও পেয়েছে তারা, ৪-০ গোলে জিতে ফাইনালে ওঠে স্বপ্না-সানজিদারা। আগামী রোববার প্রতিপক্ষ নেপালের সাথে ফাইনাল খেলবে বাংলাদেশ।

শুক্রবার (৫ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। সাফল্যও তাই দ্রুত পায়। ম্যাচের দ্বিতীয় মিনিটে সানজিদা খাতুনের গোলে এগিয়ে যায় তারা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সিরাত জাহান স্বপ্না। তাই দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।

খেলার ৬০ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। আর ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে, শেষ বাঁশি বাজার চার মিনিট বাকি থাকতে শামসুন্নাহার করেন চতুর্থ গোল।

এই কদিন আগে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফের সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে পাঁচ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৮ মেয়েদের সাফেও তাদের হারিয়েছে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল ১৭-০ গোলে। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে আসে।

অবশ্য সব ধরনের টুর্নামেন্টেই ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০১০ কক্সবাজারে ৯-০ গোলে, ২০১২ সালে একই টুর্নামেন্টে কলম্বোতে ১-০ গোলে হারায় তারা। আর ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৬-০ গোলে বিধ্বস্ত করেছিল। এরপর গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেপালেকে। ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নেপাল। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুন