ধর্মীয় প্রতিষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সাংস্কৃতিক সরঞ্জাম

ধর্মীয় প্রতিষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সাংস্কৃতিক সরঞ্জাম

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : প্রত্যন্তাঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক চর্চা বিকশিত করার লক্ষে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা আওমীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী পরিষদে তার অফিস রুমে এ সব সরঞ্জামাদি বিতরণ করেন।

জেলা শহরের অদুরে চেঙ্গী ব্রীজ সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম কৈবল্য পীঠের সাধারণ সম্পাদক অশোক মজুমদার ও কল্যানপুরস্থ মৈত্রী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়ার হাতে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক সরঞ্জামাদি প্রদান করা হয়।

এসময়, পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খগেশ্বর ত্রিপুরা, এডভোকেট আশুতোষ চাকমা ও পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।

পরে, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী খগেশ্বর ত্রিপুরাকে জেলা শিল্পকলা একাডেমি কতৃক প্রদন্ত সম্মননা ২০১৮ পত্র প্রদান করেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি কংজরী চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দ।