উৎসবমুখর পরিবেশে আইইইই ডে-২০১৮ উদযাপিত
শিক্ষাজীবনে গবেষণা কর্মক্ষেত্রে এগিয়ে যায় শিক্ষার্থী : চুয়েট ভাইস চ্যান্সেলর

চুয়েটে উৎসবমুখর পরিবেশে আইইইই ডে-২০১৮ উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে প্রকৌশলীদের আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই), চুয়েট শাখার আয়োজনে আইইইই ডে-২০১৮ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে কেক কেটে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

আইইইই, চুয়েট শাখার কাউন্সিলর এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

চুয়েটে উৎসবমুখর পরিবেশে আইইইই ডে-২০১৮ উদযাপিত

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আইইইই পেশাজীবী প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সংগঠন। চুয়েটের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ ধরণের আন্তর্জাতিক সংগঠনের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের গবেষণা কর্মের প্রতি আরো মনযোগী হতে হবে। বিশ্ববিদ্যালয়ের কাজই হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা। ছাত্র-ছাত্রীরা যদি তাদের শিক্ষাজীবনেই কিছু ভালো গবেষণা কাজ করে ফেলতে পারে তবে কর্মক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে।

চুয়েটে অনেক আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের উচিত এসবের সদ্ব্যবহার করা। পরে ভাইস চ্যান্সেলর এবারের আইইইই ডে উপলক্ষে একাটি অনলাইন ভিত্তিক ম্যাগাজিনের উদ্বোধন করেন। এরপর মেমে ও লোগো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন