সার্টিফিকেট নয়, জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করতে হবে : দুুদক চেয়ারম্যান

শিক্ষার্থীরা সৎ চিন্তাশীল ও মানবিক গুনাবলির অধিকারী হয়ে উঠলে দেশ থেকে দুর্নীতি বিতাড়িত হবে।শুধু সার্টিফিকেটের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করতে হবে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের সামনে দীর্ঘ পথ। কাজেই মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। পুরো দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। শুধু সার্টিফিকেটের জন্য নয়-লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি বলেন, পড়ালেখা করে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুললে তোমাদের চাকরি খুঁজতে হবেনা। বরং চাকরিই তোমাদেরকে খুঁজবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) ড. শামছুল আরেফিন (অতিরিক্ত সচিব)। শুভেচ্ছা বক্তব্য রাখেন শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ সাহা। সমাপনীর বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন।

শেয়ার করুন