চট্টগ্রামের পতেঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা সি বিচ এলাকায় বেড়িবাঁধের পাসে কর্ণফুলী নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ। বয়স আনুমানিক ৩৫ বছরের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, শুক্রবার (১২ অক্টোবর) রাতে পতেঙ্গার চরপাড়া বেড়ীবাঁধ সংলগ্ন নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় যুবকের পড়নে কোনো কাপড় ছিলনা।

ওসি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, লাশটি আনুমানিক দুপুর ২ টার দিকে তারা লাশটি দেখতে পায়। বিকেল সাড়ে চারটার দিকে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। লাশটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা যায়।

শেয়ার করুন