২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে তিনি এ দাবি জানিয়ে বলেন, পৃথিবীর ইতিহাসে এমনকি অনেক যুদ্ধেও চৌকস ও মেধাবী ৫৭ জন সেনা কর্মকর্তা একসঙ্গে নিহত হয়নি। তাই ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

তিনি বলেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যা দিবস। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে হত্যা করা হয়েছে চৌকস ও মেধাবী ৫৭ জন সেনা কর্মকর্তাকে। তাদের পরিবার-পরিজনকে নির্যাতন, লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে।

সেনাবাহিনী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে রিজভী বলেন, পৃথিবীর ইতিহাসে এমনকি অনেক যুদ্ধেও এত সেনা কর্মকর্তা একসঙ্গে নিহত হয়নি। পূর্ব পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের সাজা হয়েছে, আবার অনেকেই অধরায় থেকে গেছেন।

গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কেবল সীমাহীন লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধির খরচ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। এই সরকার জনগণকে ত্যাজ্য করেছে। এ সময় রিজভী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

শেয়ার করুন