ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি : জেলার নানিয়ারচর উপজেলায় এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নানিয়ারচর বাজার এলাকার বিহারপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শান্তি চাকমা ওরফে শান্ত (৩৫) নানিয়ারচর বাজারের পাশে বিহারপাড়ায় এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসায় থাকতেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের দপ্তর সম্পাদক মিটন চাকমা বলেন, “বুধবার সন্ধ্যার দিকে তিনি বাসার পাশে টিউবওয়েলের পানিতে গোসল করছিলেন। এ সময় তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।” তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

তবে ইউপিডিএফ প্রসিত গ্রুপের মুখপাত্র নিরন চাকমা বলেন, “এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।”