‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ সেন্সরের কোপে

কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ আটকে গেছে ভারতের সেন্সর বোর্ডে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর পক্ষ থেকে এই সিনেমাটির বিরুদ্ধে সেক্সচুয়াল সিন, অ্যাবিউসিভ ওয়ার্ডস এবং অডিও পর্নোগ্রাফির অভিযোগ তোলা হয়েছে।

ভারতের সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনিরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। পরিচালক প্রকাশ ঝা বলেছেন, ‘সিনেমা একটা চ্যালেঞ্জের মতো। আমাদের দেশে অবশ্যই যে কোনও কিছু প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। আমি মনে করি দর্শকদের ছবিটি দেখতে পাওয়াটা তাদের অধিকারের মধ্যেই পরে।

লিপস্টিক আন্ডার মাই বোরকা ছবির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব বলেন, আমি হেরে যাব না। সেন্সর বোর্ডের আপত্তির পর মনে হচ্ছে ভারতীয় দর্শকদের অবশ্যই ছবিটা দেখা উচিত। এ ছবি মুক্তিতে বাধা দিয়ে নারীর অধিকারে বাধা দিয়েছে সেন্সর কর্তারা।

গত অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র ট্রেলার। আর তার পরই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

ট্রেলার শুরু হচ্ছে সেই সময়ের কথা দিয়ে যে সময় একটি মেয়ে মহিলা হয়ে উঠতে চায়। মাঝ বয়সে স্বামীর মৃত্যুর পর আরেক বার প্রেম করার অনুমতি সমাজ তাকে দেয়নি। কিন্তু তার মন তাকে সে অনুমতি দিয়েছে। আর সেই অতৃপ্ত হৃদয়ে বোরকার ভেতর দিয়ে সে বারবার দেখে ‘লিপিস্টিকওয়ালি ড্রিম’।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রকল্পের উপর তৈরি একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও বাধা দিয়েছিল সিবিএফসি। সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, দেশের পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা ভোটের সময় ওই ছবিটি বিশেষ উদ্দেশে প্রভাবিত করতে পারত মানুষকে।

শেয়ার করুন