কুবির বাসে হামলা, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ

কুবির বাস

কুবি প্রতিনিধি : গত ১১ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলা চালায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। হামলার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১২-১৫ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে ১০ দিন পার হলেও কোনো চাক্ষুষ অগ্রগতি লক্ষ করা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা একবার নয় কয়েকবার ঘটেছে, কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দেওয়ার পরও ঘটনাগুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এভাবে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত সন্ত্রাসীদের হাতে মার খেয়ে যাবে সেটা সাধারণ শিক্ষার্থীরা কোনো দিন মেনে নিবে না। আমরা এ ঘটনাসহ পূর্বের সকল হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, ‘আমরা শান্তি-শৃঙ্খলার কথা মাথায় রেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, তার আগে পুলিশ আমাদের কাছে সময় চেয়েছিল কিন্তু পরিতাপের বিষয় তারা কথা রাখেনি। আমরা এ বিষয়গুলো নিয়ে হতাশ ও আতঙ্কের মধ্যে আছি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শীঘ্রই আমরা মাঠে নামব এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসনই দায়ী থাকবে।’

মামলার বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় মামলা করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা আমার জানা নেই। আর গ্রেপ্তার করার দায়িত্ব হচ্ছে পুলিশের। আমি উপাচার্য ও পুলিশ প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলবো।’

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে যে মামলা হয়েছে সেটি প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির তদন্ত চলছে। আমরা দ্রুত ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছি।’

এ দিকে বাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের যারা শহর থেকে এসে ক্লাস করে, তারা সর্বদা নিরাপত্তাহীনতায় ক্যাম্পাসে আসা যাওয়া করছে। তাদের দাবি যত দ্রুত সম্ভব প্রশাসন যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।

শেয়ার করুন