১০ বছর পর দলে ফিরছেন ২ সংস্কারপন্থী
নেত্রী আমাদের মায়ের মতো, দলের জন্য কাজ করতে বলেছেন

১০ বছর পর দলে ফিরছেন ২ সংস্কারপন্থী। ফাইল ছবি

ঢাকা : সামনে নির্বাচন, খালেদা জিয়ার মামলার রায়, দল পুনর্গঠনসহ নতুন প্রেক্ষিতে দলে পুনর্বাসন হওয়ার সুযোগ পাচ্ছেন সংস্কারপন্থী নেতারা। গুরুত্বপূর্ণ পদ-পদবি নিয়েই দলে ফিরছেন তারা। ওই নেতাদের দলের নির্বাহী কমিটিতে স্থান দিয়ে সমন্বয় করার কথাও ভাবা হচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘নিষ্ক্রিয়-সংস্কারপন্থী’দের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের বিএনপিতে স্বাগত জানাতে চাচ্ছেন।

দীর্ঘ প্রায় ১০ বছর পর খালেদা জিয়া গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুই ‘সংস্কারপন্থী’নেতাকে ডেকে কথা বলেছেন। তাদের দলের জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন। রাত ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এবং সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। খালেদা জিয়া তাদের দুজনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। খালেদা জিয়া তাদের আবার দলের কাজে সক্রিয় হতে বলেছেন। পর্যায়ক্রমে এ রকম আরও বেশ কয়েকজন নেতাকে খালেদা জিয়া ডেকে পাঠাবেন বলে জানা গেছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, `আমরা অতীতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করেছি, আমরা অন্য কোনো দলে যাইনি কারণ বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো। নেত্রি আমাদের মায়ের মতো। তিনি দলের জন্য কাজ করতে বলেছেন।’

জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির চেয়ারপারসন আমাদের দুজনকে প্রায় আধা ঘণ্টা সময় দিয়েছেন। দলের জন্য কাজ করতে নতুন করে সুযোগ দিয়েছেন।’

শেয়ার করুন