ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের নিয়ে ফের বাছাই পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে সমালোচনার পর এবার উত্তীর্ণ ১৮ হাজারের বেশি ভর্তিচ্ছুর ফের বাছাই পরীক্ষা নেবে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ডিন্স কমিটির বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজারের বেশি শিক্ষার্থীর আবারও বাছাই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সূচি বুধবার (২৪ অক্টোবর) জানানো হবে।

পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিন্স কমিটির সভায়।

শেয়ার করুন