টাঙ্গাইলে রাবার বাগান শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুর পীরগাছা রাবার বাগানে কর্মরত পিছমিল শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা পিছমিল পদ্ধতি বাতিল ও মাষ্টার রোলে মাসিক বেতনের দাবীতে রাবার বাগানের ভিতরে বিক্ষোভ র‌্যালী ও মানববন্ধন কর্মবিরতি পালন করেছে।

বুধবার (২৪ অক্টোবর) পীরগাছা রাবার বাগানের অফিসের সামনে দিয়ে কারখানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ১ ঘন্টা ব্যাপী অলোচনা সভা করেন।

এসময় বক্তব্য রাখেন নারী শ্রমিক কোহিনুর, দিলরুবা, হাসনা, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম শানু, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক নেতারা তাদের পিছমিল পদ্ধতি বাতিল করে সরকার ঘোষিত নূন্যতম মাসিক মুজরী করার দাবী জানান। এ দাবী মেনে না নিলে মধুপুর রাবার বাগান শ্রমিকরা তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলেও হুশিয়ারী দেন।

শেয়ার করুন