ইয়েমেনে বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

ইয়েমেনে বিমান হামলা

ইয়েমেনে সবজি প্যাকেটজাতকরণ কারখানায় বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৪ অক্টোবর) দেশটির হোদেইদাহ প্রদেশে হামলাটি হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়াত আল ফাকিহ শহরের মেডিক্যাল কর্মী ও বাসিন্দারা জানিয়েছেন, এ হামলায় আহত হয়েছে আরও ১২ জন।

বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে এবং হতাহতরা সবাই ওই কারখানার কর্মী বলে জানিয়েছেন তারা।

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব সামরিক জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তারপর থেকে তারা ইয়েমেনের ইরান ঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হলেও এগুলো ইচ্ছাকৃতভাবে করা নয় বলে দাবি করে আসছে সৌদি সামরিক জোট।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানিয়েছেন, বায়াত আল ফাকিহের ঘটনাটি তদন্ত করে দেখছি। এই প্রতিবেদনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। এই ধরনের সব প্রতিবেদনগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ তদন্ত করে দেখা হবে।

হোদেইদাহ একটি বন্দর শহর। ইয়েমেনের সৌদিপন্থি সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে শহরটির দখল নিতে চেষ্টা করছে।