বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা
এসসি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

এসসি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

সুনামগঞ্জ : বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি সতীশ চন্দ্র (এসসি) উচ্চ
বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত এ বির্তক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “শিক্ষা ক্ষেত্রে ছাত্রীরাই ছাত্রদের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করে”। বির্তকে বিপক্ষে ছিল সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় ও পক্ষে ছিল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়।

সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলো, মিথিলা ফারজানা মোমু, ফারজানা আলী সূচী এবং দলনেতা দিলশাদ আঞ্জুম। দিলশাদ আঞ্জুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সাফল্যে প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী সংশ্লিষ্ট শিক্ষক,অভিভাবকসহ বিতার্কিকবৃন্দকে অভিনন্দন জানান।