‘জনস্বার্থ বিরোধী’ জ্বালানী মূল্য বৃদ্ধি

জ্বালানি মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নানা সংগঠন। ‘জনস্বার্থ বিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে ক্যাব

আগামী মার্চ ও জুন থেকে দুই ধাপে গ্যাসের দাম বাড়ছে। আর বিদ্যুৎ, সার, শিল্প, বাণিজ্যিক ও সিএনজিতেও গ্যাসের দাম বাড়ায় সার্বিকভাবে উৎপাদন ও ব্যবসা পরিচালনায় খরচ বাড়বে। দাম বাড়বে বিদ্যুতের-এমন ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফলে সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাবে। উদ্বুদ্ধ বাস্তবতা বাস্তবতা বিবেচনায় গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে জনগণের বার্ষিক ব্যয় বাড়বে সরকারের প্রত্যাশিত রাজস্বের দিগুণ। সব মিলিয়ে ৮ হাজার ৩৭০ কোটি টাকা বেশি খরচ করতে হবে জনগণকে।

এ অতিরিক্ত খরচ সামাল দেওয়া কষ্টসাধ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ভোক্তা অধিকার আন্দোলন এবং ব্যবসায়ীদের সংগঠন গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ব্যক্তিগতভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছেন। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দামবৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঘোষিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুেকন্দ্রগুলোর জন্য প্রতি ঘনমিটার গ্যাসের বর্তমান দাম ২ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে মার্চ থেকে ২ টাকা ৯৯ পয়সা এবং জুন থেকে ৩ টাকা ১৬ পয়সা করা হয়েছে। এই শ্রেণিতে দামবৃদ্ধির ফলে বিদ্যুতেরও দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দামও আমরা সমন্বয় করতে চাই। ইতিমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিইআরসিতে প্রস্তাব পাঠিয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ বিতরণ করার লক্ষ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে। সব মিলিয়ে গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক এবং এ খাতের নিরাপত্তায় সহায়ক।

গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহূত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩৫ টাকা থেকে বাড়িয়ে মার্চ থেকে ৩৮ এবং জুন থেকে ৪০ টাকা নির্ধারণ করার প্রেক্ষিতে সিএনজিচালিত বাস-গাড়ির ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এবং পরিবহন মালিকদের সংগঠনগুলো। সিএনজির দামবৃদ্ধির সুযোগে তেলচালিত বাস-গাড়িগুলোও ভাড়া বাড়িয়ে দিতে পারে শঙ্কা রয়েছে।

দাম বৃদ্ধির বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে অর্থের সংস্থান প্রয়োজন তা মাথায় নিয়ে নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের সামর্থ্য এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, যে দামে আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে গ্যাস কেনা হয়, বিক্রি করা হয় তার চেয়ে কম দামে। ক্রয় ও বিক্রির মূল্যের ব্যবধান দূর করতে দাম বৃদ্ধি করা হয়েছে।

ক্যাব সভাপতি ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, আইন অনুযায়ী প্রতিটি জ্বালানি পণ্যের দাম নির্ধারণের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। সেখানে ভোক্তাস্বার্থ, উত্পাদনকারীর স্বার্থ ও জনগণের স্বার্থ সংরক্ষণ করার কথা বলা হয়েছে। গণশুনানির মাধ্যমে প্রত্যেক পক্ষের কথা শুনে পণ্যের দাম নির্ধারণ করতে হয়। কিন্তু সর্বশেষ গণশুনানিতে কমিশনের কেউ অংশ নেননি। একদিন বর্তমান সদস্যদের মাত্র একজন উপস্থিত ছিলেন। আর ওই শুনানিতে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে যেসব যুক্তি এসেছে, তাতে গ্যাসের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, গণশুনানির ৯০ দিনের মধ্যে দাম ঘোষণা করার কথা রয়েছে ওই আইনে। সেই ৯০ দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। গ্যাসের দাম বৃদ্ধিতে ভোক্তা অধিকার ক্ষুন্ন হয়েছে। বিইআরসির গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আদালতে আবেদন করবো।

শেয়ার করুন