পরিবহন ধর্মঘটে দুর্ভোগ যাত্রীরা অসহায় সুনামগঞ্জে

পরিবহন ধর্মঘটে দুর্ভোগ যাত্রীরা অসহায় সুনামগঞ্জে

সুনামগঞ্জ : সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পরেছে যাত্রীসাধারণ। পরিবহণ শ্রমিকদের কাছে অসহায়
সর্বস্থরের জনসাধারণ। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে শ্রমিকদের ৪৮ঘন্টার কর্মবিরতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সোনামগঞ্জবাসী।

জেলা শহর থেকে ঢাকা, সিলেটসহ অন্যান্য স্থানের দুরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, লেগুনাসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে সুনামগঞ্জেও। বিভিন্ন স্থানে পরিবহণ শ্রমিকরা টহল দিচ্ছে। ফলে যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন। যানবাহন বন্ধ থাকায় জরুরি কাজে যেতে পারেন নি যাত্রীরা। যে কারণে অসহায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিবহন ধর্মঘটে দুর্ভোগ যাত্রীরা অসহায় সুনামগঞ্জে

রবিবার সকাল থেকে সুনামগঞ্জের সকল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্টেশন গুলোতে দেখা গেছে পরিবহন গুলো সারি সারি করে রাখা হয়েছে। যাত্রীদের কিছু উপস্থিতি থাকলেও পরিবহন শ্রমিকের দেখা নেই। কাউন্টার গুলোও বন্ধ ছিল। যাত্রী শাহজালাল,আলা উদ্দিনসহ অনেকেই বলেন, পরিবহন শ্রমিক মালিকরা দেশের প্রচলিত আইনের প্রতি তোয়াক্কা করে না। রাষ্ট্র ও সরকারকে বৃদ্ধা্ধংসঢ়;গুলি দেখিয়ে চলছে তারা। তাদের বিরুদ্ধে জনগণ রাস্তায় না নামলে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব নয়। প্রশাসনও কিছুই করছে না। এভাবে চলা যায় না। জুরুরী কাজেও কোথাও যাওয়া যাচ্ছে না।

সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক জানিয়েছেন কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায়
সুনামগঞ্জেও পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। শ্রমিকরা স্বতস্ফুর্ত হয়ে ধর্মঘট পালন করছেন।