নগরীর হালিশহরে কুকুরের উপদ্রব চরমে

নগরীর হালিশহরে কুকুরের উপদ্রব চরমে

আবুল কালাম (চট্টগ্রাম) : নগরীর হালিশহরে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসি। গত কয়েক মাস যাবৎ নগরীর ফইল্ল্যাতলী বাজারসহ আশপাশের এলাকায় কুকুরের অবাধ বিচরণ এতটাই বেড়েছে যে, মানুষ চলাফেরা করতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাতের বেলা তো এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়।

যারা রাতে পায়ে হেঁটে চলাফেরা করেন তাদের যে কী ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন। একই সড়কে বা স্থানে ১৫-২০টি কুকুরের একসাথে বিচরণ এবং ঘেউ ঘেউ আওয়াজে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়।

দিনের বেলা অবাধ বিচরণ কিছুটা কম দেখা গেলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলতে থাকে কুকুরের উৎপাত। এ সময়ে শত শত কুকুর রাস্তায় থাকে। কুকুরের ঘেউ ঘেউ শব্দে ফজরের নামাজ পড়তে মুসলি্লরা মসজিদে যেতে ভয়ের মধ্যে থাকে। সংঘবদ্ধভাবে কুকুরের দল বিভিন্ন পাড়া মহল্লার সড়ক ও অলিগলিতে বিচরণ করতে দেয়া যায়।

প্রাত:ভ্রমণকারীদের হাঁটাহাঁটিতেও বিঘ্ন ঘটছে। স্কুলগামী শিশু, ছাত্র-ছাত্রী ও নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।

কিছুদিন আগে নগরীর দঃ কাট্রলীর জেলে পাড়া এলাকায় কুকুর কামড়ে অন্তত ৫জন আহত আহত হন।
আহতদের মধ্যে একজন আব্দুর পাড়ার কবির আহাম্মদ হোসেন চৌধুরীর ছেলে কামাল উদ্দিন (৪৪)।
এছাড়া ফইল্ল্যাতলী বাজার জিন্নাত ফার্মেসি, আই-ব্লক লাকী ফার্মেসি, আরবান হেলথ কেয়ার এসব ফার্মেসি গুলোতে কথা বলে জানা গেছে ইদানিং কুকুরের কামড়ানো রোগি বেশি দেখা যাচ্ছে।

সরজমিনে দেখা যায়, নগরীর দক্ষিণ কাট্টলী জেলে পাড়া, সাগরিকা রোড়, বাইন্না পাড়া, ফইল্ল্যাতলী বাজার, এ-ব্লক, বি-ব্লক, আই-ব্লক, সবুজ বাগ, আব্দুর পাড়া, সরাই পাড়া, গ্রিনভিউ আবাসিক এলাকাসহ অন্যান্য সড়কেও কম বেশি কুকুরের উপদ্রব লক্ষ্যণীয়। রাতে আশংকাজনক রূপ দেখা যায় কুকুরের।

বেওয়ারিশ কুকুর নিধনে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম তা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। গত কিছুদিন পূর্বে কুকুরের উপদ্রব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্যোগ দেখা যায় নি। কুকুর নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার বলে স্থানীয় ভুক্তভোগীরা মনে করেন।

শেয়ার করুন