ধর্মঘটের নামে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

ধর্মঘটের নামে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ: সারাদেশ ব্যাপী পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, সন্ত্রাস ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‘যাত্রী সংহতি’ নামের একটি সংগঠনের আয়োজনে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচির পালিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ সাংবাদিক শামস শামীম পরিচালনায় মানববন্ধন চলাকালে দেশব্যাপি পরিবহন ধর্মঘটের নামে শ্রমিকদের হয়রানি, যাত্রীদের মারধর, মুখে-শরীরে মবিল লাগানোরসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করে।

শ্রমিকদের ধর্মঘটের নামে নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, যাত্রী সংহতি নেতা বিজন সেন রায়, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আ.লীগের কোষাধক্ষ্য ইশতিয়াক আহমেদ শামীম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমার রাজু, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, মোরশেদ আলম, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা আ.লীগের শিক্ষা ও গবেষনা বিষয়ক সীতেশ তালুকদার, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের জুবের আহমদ অপু, সাংবাদিক মাহবুবুল হাসান শামীন, বিন্দু তালুকদার, যুব ইউনিয়ন নেতা মোঃ রইছুজ্জামান।