অত্যাধুনিক খাদ্য গুদাম উদ্বোধনে সান্তাহার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়ার সান্তাহারে দেশের প্রথম বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম উদ্বোধন করবেন।

সান্তাহার সাইলো ক্যাম্পাসে নির্মিত বিশেষায়িত এই খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২৫ হাজার মেট্রিক টন। ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাদ্য গুদামটিতে সব ধরনের খাদ্য শস্য সংরক্ষণ করা সম্ভব। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ওই গুদামে চাল মজুদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত গুদামে চালের গুণগত মান ভাল থাকবে।

সান্তাহারের বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় নির্মিত খাদ্য গুদামটি পুরোপুরি সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। এজন্য গুদামের ছাদ জুড়ে শতাধিক সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যা থেকে মোট ৩৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘উৎপন্ন ওই বিদ্যুৎ দিয়েই পুরো গুদামের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।’

দেশের প্রথম অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদামটি ছয়তলা ভবনের সমান। অর্থাৎ ৬০ ফুট উচ্চতার সমান। ২০১৩ সালে গুদামটির নির্মাণ কাজের উদ্বোধন হয়। এখন এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। রবিবার প্রধানমন্ত্রী মাল্টি স্টোরেড ওয়ারহাউজটির উদ্বোধন করবেন। বাসস

শেয়ার করুন