টাঙ্গাইলে ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী মোট ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ধনবাড়ী উপজেলায় থানা ভবন, সখীপুর উপজেলায় অনার্স কলেজের চারতলা ভবনের নির্মাণসহ ৭টি প্রকল্প ও টাঙ্গাইলের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান, টাঙ্গাইল-৮(সখীপুর) আসনের এমপি অনুপম শাজাহান জয়, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়।

শেয়ার করুন