চমেকে অপারেশন সরঞ্জামসহ নারী গ্রেফতার

চমেক হাসপাতালে অপারেশন সরঞ্জামসহ পাচারের সময় বেবী দেবী (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ি। আটক মহিলা বোয়ালখালীর পোপাদিয়া পুলিন নাথের বাড়ির মধু নাথের স্ত্রী।

রোববার (৪ নভেম্বর) ১টার দিকে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চমেক হাসপাতালের পশ্চিম গেইট থেকে তাকে আটক করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নেতৃত্বে এএসআই আলাউদ্দিন তালুকদার ও এএসআই আজীজুল হক অভিযান পরিচালনা করেন। তার কাছ থেকে ৩০০ পিস হ্যান্ড গ্যাস, অপারেশন সুতা ১২০ পিস, অপারেশনের নানা রকম সরঞ্জাম ৯০ পিসসহ বেবী দেবীকে আটক করা হয়েছে।

আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চমেক হাসপাতালের ৩৩ নম্বর প্রসূতি ও গাইনী ওয়ার্ডের ইনচার্জ খালেদা বেগম অপারেশন সরঞ্জামগুলো দিয়েছে বলে জানিয়েছে বেবী দেবী।

চমেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সর্দার শেখ আহমেদ বলেন, বেবী দেবী নামে আমাদের ওয়ার্ডে কোন নার্স বা কর্মচারী নেই।

চমেক ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, অনেকদিন যাবত মেডিকেল থেকে ওষুধ ও অপারেশন সরঞ্জাম পাচার হচ্ছে। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেবী দেবীকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় প্রেরণ করি। বেবী দেবী নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর কামাল কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

শেয়ার করুন