আদিল হত্যার বিচার দাবীতে সহপাঠীদের বিক্ষোভ

আদিল হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। ছবি সংগৃহীত।

চট্টগ্রাম : নগরীর রাজাখালী এলাকায় প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী ওয়াছিনুর আদিল (১৫) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা এগারটা থেকে কয়েকশ শিক্ষার্থী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় তারা আদিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে হামলার শিকার হওয়ার পর একইদিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় আদিল।

নিহত ওয়াছিনুর আদিল নগরীর জামালখান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আন্দোলনকারীরা জানান ‘আদিল অত্যান্ত মেধাবী ছাত্র ছিল। যারা আদিলকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছে তারা।’

‘আদিল মারা গেছে এমন খবর পাওয়ার পর সকালে স্কুলে গিয়ে বন্ধু ও অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে এসে আমরা বিক্ষোভ করছি। আমরা পুলিশসহ অন্যান্য দায়িত্বশীল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি-যেন দ্রুত আদিলের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়।’ বলছিরেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনছুর জানান, আদিলদের মূল বাড়ি দেওয়ানবাজার এলাকার আফগান মসজিদ এলাকায়। তবে রাজাখালী মাস্টারপাড়া এলাকায় তাদের ভাড়া বাসা রয়েছে। শুক্রবার রাতে ওই ভাড়া বাসায় সংস্কার কাজ করছিল শ্রমিকরা। এসময় পাশের আলমগীর নামের একজন ব্যক্তির সঙ্গে শ্রমিকদের ঝামেলা হয়। এর রেশ ধরে আলমগীর শ্রমিকদের মারধর করেন।’

তিনি আরও বলেন, মারধরের শিকার হওয়ার পর শ্রমিকরা আদিলের বাবা বদিউল আলম বাচ্চুকে খবর দেন। পরে আদিলকে নিয়ে তার বাবা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে নিয়ে আলমগীরকে মারধর করেন। এর কিছুক্ষণ পর আলমগীর তার পরিচিত বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আদিল ও তার বাবাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় আদিলকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন