ক্যান্সার জয় করে বাঁচার আকুতি জানিয়েছেন সৈয়দ হোসাইন

ক্যান্সার জয় করে বাঁচার আকুতি জানিয়েছেন সৈয়দ হোসাইন

নাইক্ষ্যংছড়ি : ক্যান্সার জয় করে বাঁচার আকুতি জানিয়েছেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি উত্তর কুলের সৈয়দ হোসাইন। গণমাধ্যমে এমন আকুতি জানান তিনি। মরণ ব্যাধী ক্যানসার আক্রান্ত ওই ব্যক্তির জীবনের আলো প্রায় নিভু নিভু। তবুও সুন্দর পৃথিবীতে বেচেঁ থাকার আশায় নিরবে কাদঁছে। জায়গা জমি সহায় সম্পদ বিক্রি করে ইতিমধ্যে চিকিৎসায় খরচ করে এখন নি:স্ব অসহায়। সমাজের বিত্তবানদের সহায়তা পেলে বেঁচে যেতে পারে একটি প্রাণ। বেঁচে যাবে একটি সংসার।

পরিবারে একমাত্র উপর্জনকারী ওই ব্যক্তি মরন ব্যাধী ক্যানসারের ছোবলে পড়ে কন্যা সন্তান সহ খেয়ে না খেয়ে জীবন করছে। চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎকের বরাত দিয়ে রামুর গর্জনিয়া বাজারের ডাক্তার শফিক আহম্মদ জানান, ক্যানসার আক্রান্ত সৈয়দ হোসেনকে বাচাঁতে হলে, কেমুথ্যারাপীর মাধ্যমে অবস্থার উন্নতি হলে অপারেশন করতে হবে। আর এই চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার দারকার হবে। তিনি এই ব্যাপারে সমাজের বিত্তবানসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান। সহায়তা পাঠানোর ফোন নাম্বার বিকাশ-জসিম উদ্দিন ০১৮৪০০৭৭৬২৬

শেয়ার করুন