ঈদে-মিলাদুন্নবী (সাঃ) তরুন সমাজের অন্তরে নবী প্রেম সৃষ্টি করে

ঈদে-মিলাদুন্নবী (সাঃ) তরুন সমাজের অন্তরে নবী প্রেম সৃষ্টি করে

চট্টগ্রাম : আগামী ১৮ নভেম্বর রবিবার সকাল ৯টায় চার দিনব্যাপি ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উযাপনের শুভ উদ্বোধন করবেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ সূফী মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)। বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপি ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে পাখ-পাখালীর আসর।

বৃস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে শানে মোস্তফা (সাঃ), গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আয়োজকবৃন্দ। সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর ছাহেব বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)।

বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, আহবায়ক আলহাজ্ব রফিক আহমদ। সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আবুল হায়াত মোঃ তারেক। মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক বৃন্দের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির প্রচার বিভাগের আহবায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আন্ধসঢ়;জুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে- আলহাজ্ব মোহাম্মদ লুৎফুল করিম, আলহাজ্ব মীর আনোয়ার আহমদ, আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ খাঁন, মাওলানা ওবায়দুল্লাহ, ইঞ্জিনিয়ার আবু তাহের, মহি উদ্দিন আহমদ শামীম, মোঃ মিফতাহুল হুদা, আলহাজ্ব মোজাম্মেল হক, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নূরী, মাওলানা সালাহ উদ্দিন মোহাম্মদ বেলাল, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা কাজী শিহাব উদ্দীন, মাওলানা কাজী জাফর আহমদ প্রমুখ।

দ্বীনি শিক্ষায় আলহাজ্ব মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম, ব্যাংকিং খাতে – ডক্টর ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, আর্তমানবতায় আলহাজ্ব মোহাম্মদ আবদুল আউয়াল, চিকিৎসায় ডাঃ মাহমুদুর রহমান

শেয়ার করুন