আধিপত্য দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০ নরসিংদীতে

আধিপত্য দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০ নরসিংদীতে
আধিপত্য দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০ নরসিংদীতে

এম. লুৎফর রহমান (নরসিংদী) : আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব-শত্রুতার জের ধরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তোফায়েল হোসেন (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত তোফায়েল বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ছেলে। সে এই বছর বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমর্থকদের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত মার্চে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। এর ৪০ দিন পর গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার পর থেকে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় শাহেদ সরকার সমর্থকরা।

দীর্ঘদিন পলাতক থাকার শুক্রবার সকালে শাহেদ সমর্থকরা এলাকায় ফিরলে প্রতিপক্ষ সিরাজুল হকের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১২ জন আহত হন। এরমধ্যে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তোফায়েলকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।