নরসিংদী রায়পুরায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৩, অস্ত্র উদ্ধার

নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) রাতে নীলক্ষার মেঘনা নদীতে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এই আধিপত্য দীর্ঘদিনের। দুই দলের দুই নেতা সাহেদ সরকার ও সিরাজুল চেয়ারম্যান মারা যাওয়ার পর বেশ কিছু দিন এই সংঘর্ষ বন্ধ ছিল। আজ ভোড়ে হঠাৎ সাহেদ সরকারের সমর্থকরা অস্ত্রসস্ত্র নিয়ে গ্রামের নিয়ন্ত্রণ নিতে চায়। ওই সময় প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সিরাজুল সমর্থকরা বাধা দেয়। এনিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষ রাশগাড়ী ছাড়িয়ে নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে নিহতরা হলেন, তোফায়েল রানা (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী, নীলক্ষা ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামের সোহরাব (৩০), একই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের স্বপন (২৭) ও মরম আলী (৪০)। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। তবে কি পরিমান লোকজন আহত হয়েছে সেটা এখেনো নিশ্চিত বলা যাচ্ছেনা। তার কারণ চরাঞ্চলে যাতায়াতের কোন ভালো ব্যবস্থা নেই। এক কথায় রিমোট এরিয়া। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে ৯টি আগ্নোয়াস্ত্র ও গুলিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।