বায়েজিদে ২৩ হাজার ইয়াবাসহ আটক ৬

চট্টগ্রাম : নগরীতে ২৩ হাজার ইয়াবাসহ একই মাদক সিন্ডিকেটের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের বহনকারী মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বায়েজিদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোড়ে একটি মাইক্রোবাস আটক করে। সেখানে সাহাবউদ্দিন, রুবেল, জসিম এবং দেবব্রত ছিল। মাইক্রোবাসে তল্লাশি করে পুলিশ ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নগরীর হালিশহর থানার বৌবাজার এলাকায় আরিফের ‍বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ‍আরিফকে আটক করা হয়।

আরিফ জিজ্ঞাসাবাদে জানায়, ডবলমুরিং থানার রঙ্গিপাড়া এলাকায় এনামের বাসায় আরও ইয়াবা মজুদ আছে। অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এনামকেও আটক করে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। ইয়াবা সিন্ডিকেটের এই সদস্যরা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীতে খুচরা বিক্রেতাদের দিয়ে বিক্রি করায়। পাশাপাশি এর বড় অংশ কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া এবং ঢাকাতেও সরবরাহ করে।

তিনি আরো জানান, তাদের প্রত্যেকেই আগেও বেশ কয়েকবার চট্টগ্রামের বিভিন্ন থানায় গ্রেফতার হয়েছে। জামিনে বেরিয়ে তারা আবারও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে।

আটক ৬ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক ৬ জন হল, নগরীর ডবলমুরিং থানার জসিম উদ্দিন প্রকাশ সাগর (৪০), হাটহাজারী উপজেলার নাজিরহাটের দেবব্রত চক্রবর্তী (৪৮), ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো.সাহাবউদ্দিন (৩৪) ও নবীনগর উপজেলার মো.রুবেল (২৮), কক্সবাজারের টেকনাফ উপজেলার মো.এনাম (২৯) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের আরিফুর রহমান (৩৫)।

শেয়ার করুন